Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

* ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি

ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি

২.১০

ইউনিয়ন উন্নয়ন সুপারভিশন (এসএসসি) গঠন ও কার্যাবলি

* প্রতিটি ওয়ার্ডে একটি ইউনিয়ন উন্নয়ন তত্ত্বাবধান কমিটি থাকবে।

* ওয়ার্ডের সাধারন জনগনের মধ্য থেকে গঠিত এ কমিটির সদস্য সংখ্যা হবে ৭ জন।

* ওয়ার্ড সভা মিটিং-এ জনসাধারণ এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের উপস্থিতিতে এই কমিটি গঠিত হবে।

* কমিটির সদস্যবৃন্দ নিজেদের মধ্য থেকে একজন সভাপতি ও একজন সদস্য-সচিব মনোনীত করবেন।

* উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন উন্নয়ন তত্ত্বাবধান কাজের জন্য একজন কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মকর্তাকে এই কমিটিতে মনোনয়ন দেবেন।

* ইউনিয়ন পরিষদের কোন প্রতিনিধি ইউনিয়ন উন্নয়ন তত্বাবধান কমিটির সদস্য হতে পারবেন না। এমনকি ওয়ার্ড কমিটির কোন সদস্য ইউনিয়ন উন্নয়ন সুপারভিশন কমিটির সদস্য হতে পারবেন না। ইউনিয়ন উন্নয়ন তত্ত্বাবধান কমিটির কমপক্ষে দুইজন সদস্য হবেন নারী।

* ইউনিয়ন উন্নয়ন তত্ত্বাবধান কমিটি গঠিত হবার পরে সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য এই কমিটির একটি তালিকা কোন প্রকাশ্য স্থানে টানিয়ে দেবেন এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে এই তালিকাটি টানানোর ব্যবস্থা করবেন।

* মৌলিক বরাদ্দ এবং দক্ষতা ভিত্তিক থোক বরাদ্দ হতে অর্থায়নকৃত ইউনিয়ন পরিষদের সকল ইউনিয়ন উন্নয়ন বাস্তবায়নকালে ইউনিয়ন উন্নয়ন সুপারভিশন কমিটি এগুলোর বাস্তবায়ন কার্যক্রম তত্তাবধান, পর্যালোচনা এবংমনিটরিং করবে।

স্কম তত্ত্ববধান কমিটি নিম্ন লিখিত দায়িত্বসমূহ পালন করবে

* অনুমোদিত ইউনিয়ন উন্নয়ন শর্তাবলি অনুযায়ী বাস্তবায়নকালে কাজের মান, পরিমাণ ও সময়সীমা ঠিক আছে কি না তার নিয়মিত মনিটরিং করা।

* ঠিকাদারের নিয়মিত কাজকর্মে সজাগ দৃষ্টি রাখা (কাজের মান, কাজ সময়মত হচ্ছে কি না, ইত্যাদি);

* পরিবীক্ষণকালে কোন ত্রুটি পাওয়া গেলে সংশোধনের জন্য ওয়ার্ডকমিটিকে পরামর্শ দেওয়া। তারা কোন ব্যবস্থা গ্রহণ না করলে লিখিতভাবে ইুনিয়ন পরিষদকে জানানো এবং ইউনিয়ন পরিষদও যদি কোন ব্যবস্থা গ্রহণ না করে তাহলে লিখিত ভাবে বিজিসিসি-কে জানানো।

* ওয়ার্ড কমিটি ইউনিয়ন উন্নয়ন ডিজাইন/ নকশা ও প্রাক্কলিত ব্যয়সীমার মধ্যে যথাযথ মান বজায় রেখে বাস্তবায়ন করেছে কি না, ইউনিয়ন উন্নয়ন তত্ত্বাবধান কমিটি হতে এমর্মে ছাড়পত্র দেওয়া। এ ছাড়পত্র পাবার পর ইউনিয়ন পরিষদ চেকের মাধ্যমে সমাপ্ত কাজটির মূল্য পরিশোধ করবে।

* কার্যাদেশ/ক্রয় আদেশ পর্যালোচনা করা।

* স্থানীয় অনুদান সংগ্রহ।

* সামাজিক ও পরিবেশগত অবস্থা পর্যালোচনা করা।

* বাস্তবায়ন কাজের মান ও এর প্রভাব সম্পকে সভার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীকে অবহিত করা।

* এছাড়া ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন করা।

* সর্বোপরি বেসরকারি ঠিকাদার কর্তৃক ইউনিয়ন উন্নয়ন বাস্তবায়নকালে ইউনিয়ন উন্নয়ন সুপারভিশন কমিটি সজাগ দৃষ্টি রাখবে। যে সকল ইউনিয়ন উন্নয়ন, ইউনিয়ন উন্নয়ন সুপারভিশন কমিটি তত্ত্বাবধান করছে সেগুলির চুক্তি চূড়ান্ত ডিজাইন/ নকশা এবং প্রাক্কলিত ব্যয়ের কপিসহ

কার্যাদেশের কপি ইউনিয়ন পরিষদ ইউনিয়ন উন্নয়ন সুপারভিশন কমিটিকে সরবরাহ করবে।